Noaman

অমানুষ,,,,
সময় মানুষকে বোদলে-দেয়
বোদলে যায় তার সিদ্ধান্ত
বোদলে যায় তার আচরণ
বোদলে যায় তার সরলতা
বোদলে যায় তার ভালোবাসা
ক্ষমা প্রার্থনা চাচ্ছি তাদের উদ্দশ্যে
তাঁদের মত হতে পারিনি তার জন্য,
ধিক্কার রোইল সে সব মহা বিদ্যান় দের
যাদের জ্ঞানের মালা জালে রূপ সরূপ ক্ষতচিহ্ন,
আমি চাইনা এমন শিক্ষা নিতে
যেখানে মানুষ হতে গিয়ে হতে হবে অমানুষ।

Comments