বিশ্বাস
শব্দটি ছোট একটি বাক্য
যার তুলনা সে নিজেই,
যা অর্জন যতটা কঠিন
হারানো ততোটাই সহজ,

নক্ষত্রের সন্ধ্যানে বেপড়োয়া
ব্যাপারটা লক্ষ্যনীয় দিস্টান্ত,
অবহেলিত অভিনব আবির্ভাব
ব্যাপারটা লক্ষ্যনীয় দিস্টান্ত,

বিশ্বাস তাকেই করা উচিত
যে বিশ্বাস এর মুল্য বুঝে।

Comments